অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

বশেমুরকৃবি : কৃষি গবেষণায় ড্রোন প্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক ‘এক্সপ্লোরিং দ্য ইউটিলিটি অব ড্রোন বেজড মাল্টিস্পেকট্রাল ইমেজারি ইন এগ্রিকালচারাল রিসার্চ’ বিষয়ক এক সেমিনার গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের সহযোগী প্রফেসর ড. হাসান মোহাম্মদ আব্দুল্লাহ। ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মাঠপর্যায়ে নিখুঁত তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করার এটিই বাংলাদেশে প্রথম গবেষণা বলে তার প্রবন্ধে উল্লেখ করেন।
প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া যুগোপযোগী চাহিদা ও কৃষি গবেষণায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদীয় ডিন, পরিচালক ও শিক্ষকরা অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়