হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

নারায়ণগঞ্জে ট্রলারডুবি : শিশু তাসফিয়ার লাশ উদ্ধারের মধ্য দিয়ে অভিযান সমাপ্ত

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে এমভি লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার সকালে ৩ ও রবিবার ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যেকটি মরদেহ দুর্ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকালে শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। গত ৫ জানুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া লাশের মধ্যে রয়েছেন- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজ পড়–য়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপালনগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০), তামিম (৮), আব্দুল্লাহ (২৪), শামসুদ্দিন (৬২) ও শিশু তাসফিয়া (২)। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের লাশ উদ্ধার করে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, গত বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়া পারাপারের সময় লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়।
এতে ১০ যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় বুধবার রাতে নারায়ণগঞ্জ নদীবন্দর নৌনিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে অভিযুক্ত লঞ্চ এমভি ফারহান-৬ এর মাস্টার, চালক ও সুকানিসহ ৩ জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। অভিযুক্ত লঞ্চটির মালিক বরিশাল-৩ আসনের জাপাদলীয় সাংসদ গোলাম নবী মুরাদ টিপু।
মামলায় উল্লেখ করা হয়, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামে লঞ্চ বেপরোয়া গতিতে এসে ৪০-৫০ জন যাত্রীসহ খেয়া পারাপারের একটি ট্রলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ১০ যাত্রী নিখোঁজ হন। ওই দিন বিকালে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার লঞ্চের মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার জসিম উদ্দিন ভূঁইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লার (৩০) দায়িত্বে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়