রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ল সহ¯্রাধিক ঘর

আগের সংবাদ

তিন জট থেকে মুক্তির প্রত্যাশা > নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মতামত : জলজট, যানজট ও আবর্জনা জট নারায়ণগঞ্জবাসীর গলার কাঁটা

পরের সংবাদ

গুলিস্তানে পথচারীর মৃত্যু : মেঘলা বাসের চালকের দোষ স্বীকার

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে বাসচাপায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী নিহতের ঘটনায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মেঘলা পরিবহনের চালক মো. রাকিব শরীফ। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ জানুয়ারি সকালে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়।
এ সময় শেখ ফরিদ এবং মো. বাদশা মিয়া নামে দুজনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।
এ ঘটনায় নিহত শেখ ফরিদের ভাই মো. শাকিল ওই দিনই সড়ক ও পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়