চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

বিক্ষোভে ১০ হাজার মৌমাছি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চিলির সান্তিয়াগোতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মৌচাক সঙ্গে নিয়ে বিক্ষোভ করেছেন মৌমাছি পালনকারীরা। বিক্ষোভরত অবস্থায় চার মৌমাছি পালনকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভের সময় সাত পুলিশ কর্মকর্তাকে মৌমাছি দংশন করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
মৌমাছি পালনকারীরা চান, মধুর দাম বাড়ানোর সংস্কার অথবা মধু উৎপাদনকারীদের ভর্তুকি দেয়া হোক। প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরার সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন তারা।
সোমবারের বিক্ষোভে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মৌমাছি পালনকারীরা ৬০টি মৌচাক সঙ্গে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, এগুলোয় প্রায় ১০ হাজার মৌমাছি ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়