চট্টগ্রামে অসহায়দের কোরিয়ান অ্যাসোসিয়েশনের ক্যাশ টাকা বিতরণ

আগের সংবাদ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : তরুণদের সশস্ত্র বাহিনীতে আসতে উদ্বুদ্ধ করবে

পরের সংবাদ

কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) সভানেত্রী বেগম মুসলিমা চৌধুরী কোস্ট গার্ড সদর দপ্তর প্রাঙ্গণে গতকাল গরিব, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সূচনা করেন। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের এরকম জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
উল্লেখ্য, ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিজিএফডব্লিউএ কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন জোন ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত জনগণের মাঝে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়