মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

নাগেশ্বরীতে বকনা গরু পেল ৩১৫ পরিবার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে নতুন বছরে বকনা গরু পেল কেদার ইউনিয়নের ৩১৫টি হতদরিদ্র পরিবার। গতকাল রবিবার পৌরসভার বল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী গরুর হাট বসিয়ে সেখান থেকে কিনে তাদের এ সহায়তা দেয়া হয়।
কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির দেয়া এ গরু সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম। উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব সভাপতি লিটন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী প্রমুখ।
পর্যায়ক্রমে উপজেলার ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির এ সহযোগিতা পাবে। প্রত্যেক সুবিধাভোগীকে ৪০ হাজার টাকার একটি বকনা গরুর পাশাপাশি রক্ষণাবেক্ষণে পরবর্তী ৬ মাস পর্যন্ত আরো ৫০০ টাকা করে দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়