নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের সাহিত্য আসর

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। সাহিত্য হলো যে কোনো সমাজে এমন একটি জায়গা যেখানে আমাদের মস্তিষ্কের গোপনীয়তার মধ্যেও আমরা প্রতিটি সম্ভাব্য উপায়ে সব বিষয়ে কথা বলার প্রতিধ্বনি শুনতে পাই। ঝিকরগাছায় গতকাল শনিবার সকালে পেন ফাউন্ডেশনের সাহিত্য আসর অনুষ্ঠানে বরেণ্য কথাসাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাহিত্যিক ও অনুবাদক মো. টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন কলেজে প্রভাষক মো. মেহেদী হাসান প্রভাষক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের সভাপতি মো. সফিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। অনুষ্ঠানে সাহিত্য আসরে আগত ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। পরে যশোর অঞ্চলের গ্রামীণ শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়