কোভিড-১৯ : যুক্তরাষ্ট্রে ফাইজারের ওরাল পিল জরুরি অনুমোদন

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ফিরবে তো! : বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু > ঘাটারচর-কাঁচপুর রুটে চলবে সবুজ রংয়ের ৫০ বাস

পরের সংবাদ

বাণীর বাণী…

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউডের এ সময়ের ব্যস্ত অভিনেত্রী বাণী কাপুর। নামি প্রযোজনা সংস্থার হাত ধরে তার রুপালি পর্দায় পা রাখেন তিনি। ‘ওয়র’, ‘বেল বটম’-এর মতো ছবির অংশ হয়েও অভিনেত্রী হিসেবে ততটা নজর কাড়তে পারেননি বাণী কাপুর। এই প্রথম সাহসী চরিত্র নির্বাচনের জন্য বিপুল প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী। ‘চণ্ডীগড় করে আশিকী’ ছবিতে মানবী নামে এক রূপান্তরিত মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বাণী। জানালেন, সবচেয়ে বেশি শুভেচ্ছা তিনি পাচ্ছেন ট্রান্স-কমিউনিটির কাছ থেকেই। ছবিতে মানবীকে ‘আদমি ওয়ালি শকল’-এর মতো সংলাপ শুনতে হয়েছে। বাণীর কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল মানবী হয়ে ওঠা? ‘আমাদের সমাজের বাস্তব এটাই। ট্রান্সউয়োম্যানদের এ ধরনের মন্তব্যের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। সেটাই তুলে ধরেছে এ ছবি। অস্বস্তি কাটিয়ে কথা বলা অন্তত শুরু হোক। অভিনেত্রী হিসেবে যথেষ্ট সিকিয়োর্ড ছিলাম বলেই চরিত্রটায় ‘হ্যাঁ’ বলেছিলাম। আর গাট্টু (পরিচালক অভিষেক কাপুর) একজন সংবেদনশীল পরিচালক বলে আরো ভরসা পেয়েছিলাম,’ বললেন বাণী। অভিনেত্রী জানালেন, রূপান্তরিত নারীর চরিত্রে অভিনয় করার আগে তাদের নিয়ে তৈরি নানা তথ্যচিত্র, সাক্ষাৎকার, বিভিন্ন ভাষায় তৈরি হওয়া সিনেমা দেখে নোট তৈরি করতেন তিনি। পরিচালক তাকে যখন চিত্রনাট্য ই-মেইল করেন, তখন লকডাউন চলছে। চরিত্রের প্রস্তুতি পর্বে ভিডিও কলে রূপান্তরকামী মহিলাদের সঙ্গে কথা বলতেন বাণী, তাদের অভিজ্ঞতার কথা শুনতেন। মানবীর চরিত্রে কোনো রূপান্তরিত অভিনেত্রীকে কেন কাস্ট করা হয়নি, প্রশ্ন উঠেছে তা নিয়েও। এ প্রসঙ্গে বাণী বললেন, ‘কাস্টিং একান্তই পরিচালক-প্রযোজকের সিদ্ধান্ত। তবে রূপান্তরিতদের জন্য আরো বেশি করে চরিত্র লেখা উচিত বলে মনে করি। শুধু টাইপকাস্ট চরিত্র নয়, মেনস্ট্রিমের অংশ করে নিতে হবে। দর্শককেও খোলা মনে তা স্বাগত জানাতে হবে।’ আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করে উচ্ছ¡সিত বাণী। শুধু অভিনয় নয়, আয়ুষ্মানের কবিতা, গানবাজনারও ‘ফ্যান’ বাণী। পরের ছবি ‘শামসেরা’য় রণবীর কাপুর এবং সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘এ রকম ছবিতে আগে কাজ করিনি। একেবারে আলাদা অভিজ্ঞতা,’ ‘শামসেরা’ নিয়ে এখনই খুব বেশি মুখ খুললেন না বাণী। বাছাই করে কাজ করায় বিশ্বাসী অভিনেত্রী অপেক্ষায় আছেন নতুন চ্যালেঞ্জের।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়