এবার রাজধানীতে গাড়িচাপায় সাইকেল আরোহী নিহত

আগের সংবাদ

প্রতিকারহীন মৃত্যুর মিছিল!

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ‘এসো, উড়িয়ে নিশান সুবর্ণজয়ের’ সেøাগানকে সামনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত সমাবেশে প্রায় ২০০ জন মুক্তিযোদ্ধা অংশ নেন। এতে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম ভূঁইয়া। বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন সাঈদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, আবু হোরায়রাহ।
প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বীর বাঙালি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মত্যাগ করেছিলেন বলেই বাংলাদেশ আজ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। দেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে দেশের মানুষের আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে। আর তা সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই। আমাদের উচিত, জীবনের প্রতিটি মুহূর্তেই মুক্তিযোদ্ধাদের সম্মান করে চলা। তাদের সম্মানিত করার মধ্য দিয়ে আমরা নিজেরাই সম্মানিত হব। তিনি আরো বলেন, আমার ঘৃণা হয় যখন দেখি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উঠানো হয় না, জাতীয় সংগীত গাওয়া হয় না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এর চেয়ে কষ্টের কথা আর হয় না। কষ্ট লাগে যখন দেখি রাজাকার ও শান্তিবাহিনীর কমান্ডারকে মুক্তিযোদ্ধা কমান্ডের পৃষ্ঠপোষক হয়।
.সমাবেশ শেষে দেশের গান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়