এবার রাজধানীতে গাড়িচাপায় সাইকেল আরোহী নিহত

আগের সংবাদ

প্রতিকারহীন মৃত্যুর মিছিল!

পরের সংবাদ

দুমকিতে বাহেরচর-নলুয়া ফেরি চলাচল উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর-গোমা-দীনারের পুল সড়কে বাহেরচর-নলুয়া ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচলের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) জাতীয় সংসদ সদস্য নাসরিন জাহান রতœা। বাহেরচর ফেরিঘাটের নলুয়া প্রান্তে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মো. কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক, বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাসুদ আল মামুন, বরিশাল জেলা পরিষদ সদস্য মাসুদ খান, নলুয়া ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আলম খান প্রমুখ বক্তৃতা করেন।
বাহেরচর ফেরি চলাচল শুরু হওয়ার মধ্য দিয়ে দুমকির সঙ্গে বাকেরগঞ্জের নদীবেষ্টিত নলুয়া, কবাই, দুধল ইউনিয়ন হয়ে বিভাগীয় শহর বরিশালের সহজ সড়ক যোগাযোগ স্থাপিত হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়