মেডিকেল বোর্ড : লিভার সিরোসিসে খালেদার ব্লিডিং হচ্ছে

আগের সংবাদ

সর্বত্র শোকের ছায়া : থেমে গেল জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের চরণযুগল

পরের সংবাদ

চট্টগ্রামে দুই দিনব্যাপী ‘শ্রমিক স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা’ শুরু

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শ্রমিক স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা’। গতকাল রবিবার থেকে নগরীর জে এম সেন হল চত্বরে আয়োজিত এই মেলায় শ্রমিকদের নিরাপত্তার বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী করা হচ্ছে। দেশের চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।
মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘সুস্থ শ্রমিক-নিরাপদ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’। গতকাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক, বিলসের কেন্দ্রীয় চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ। বিলস-লেবার রিসোর্ট এন্ড সাপোর্ট সেন্টারের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সফর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি এবং বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য মেসবাহ উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি মুক্তিযোদ্ধা তপন দত্ত প্রমুখ। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতি বছর চট্টগ্রামের শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে বিলস নিরাপত্তা মেলা আয়োজন করে আসছে।
উদ্বোধনী অধিবেশনের ২য় পর্বে ‘শ্রম আইন ও বিধিমালার আলোকে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্তের সভাপতিত্বে এবং বিলস কর্মকর্তা পাহাড়ি ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় বিষয়বস্তুর ওপর ধারণাপত্র উপস্থাপন করেন বিলস কর্মকর্তা ও টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য মেসবাহ উদ্দিন আহমেদ, বিলসের চট্টগ্রামের চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, বাংলাদেশের মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নূরুল আবসার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়