লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

বঙ্গবন্ধুর ম্যুরালে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান। গতকাল প্রতিষ্ঠানটির সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে শিক্ষা বোর্ড চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে এ পুষ্পস্তবক অপর্ণ করেন তিনি। এরপর জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করা হয়।
পরে বেলা ১১টায় হাবিবুর রহমানকে তার অফিসে কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এ সময় হাবিবুর রহমান বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডকে একটি প্রত্যাশিত ও যুগোপযোগী সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের শিক্ষা নীতিমালা ও সুশাসনের লক্ষ্যে কাজ করে যেতে হবে আমাদের। প্রতিষ্ঠানটিকে সুন্দর ও ইতিবাচক পরিবেশে নিয়ে আশার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়