গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

ধাক্কায় বাবার মৃত্যু অভিযুক্ত ছেলে নয়ন দাশ কারাগারে

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বৃদ্ধ বাবাকে হত্যার মামলায় ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালত আসামি নয়ন দাশকে কারাগারে পাঠান। এর আগে শনিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় ছেলের ধাক্কায় সোফার হাতলে আঘাত পেয়ে মৃত্যু হয় বাবা বালাম দাশের।
কোতোয়ালি থানার এসআই সুকান্ত চৌধুরী জানান, শনিবার বিকালে পারিবারিক মতবিরোধের জেরে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ছেলে নয়ন দাশের ধাক্কায় বাবা সোফার হাতলের উপর পড়ে বুকে ব্যথা পান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনার পর নয়নকে আটক করে পুলিশ।
রবিবার সকালে নিহতের আরেক ছেলে সাগর দাশ বাদী হয়ে হত্যা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়