গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

আহ্ কী শান্তি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ভালোলাগা প্রতিক্ষণে
প্রেম যে ছিলো মনে মনে
রাত দুপুরে ডাকি,
অল্প কথায় সাড়া দিলে
স্বপ্ন দেখি দুজন মিলে
কত ছবি আঁকি।

এই জীবনের একই চাওয়া
শুধু তোমায় কাছে পাওয়া
এই হৃদয়ের ঘরে,
সাজবে বাসর রঙিন ফুলে
লাগবে দারুণ ঝুমকো দুলে
দেখবো নয়ন ভরে।

ভালোবাসার ছন্দ তালে
রাখবে প্রেমের মিষ্টি জালে
দিয়ে রূপের বাহার,
দুষ্টু মিষ্টি কথার টানে
আসবো ফিরে তোমার পানে
ভুলে নিদ্রা আহার।

ভালোবাসার মধুর প্রীতি
আঁকবে মনে সুখের স্মৃতি
দূর করে সব ক্লান্তি,
ভোর সকালে ঘুম ভেঙে যায়
থাকবো তোমার নিবিড় ছোঁয়ায়
আহা! কি যে শান্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়