মানিলন্ডারিং মামলা : হাইকোর্টে জামিন পাননি এসপিসি ওয়ার্ল্ডের শারমিন

আগের সংবাদ

জাহাঙ্গীর আজীবন বহিষ্কার : আ.লীগের সভায় সিদ্ধান্ত, মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর > খালেদার টার্গেট আমি : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

গøাসগো সম্মেলন থেকেই করোনা পজেটিভ ৩০০!

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : গত দেড় বছরে মহামারির সঙ্গে পরিচিত হয়েছে মানুষ। দীর্ঘ সময়জুড়ে দেশগুলো খেলার টুর্নামেন্ট থেকে মিউজিক কনসার্ট, সব বন্ধ রেখেছে। অলিম্পিক পিছিয়ে গেছে। আন্তর্জাতিক সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ২০২১ থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রয়েছে সবার। আন্তর্জাতিক সম্মেলনগুলোও ‘অফ-লাইন’ হওয়া শুরু হয়েছে। এভাবেই জি২০-এর পরে গøাসগোয় জলবায়ু সম্মেলনেও যোগ দেন দুশোর বেশি দেশের প্রতিনিধি। সেই সঙ্গে উপস্থিতি ছিলেন পরিবেশ আন্দোলন কর্মী ও বিশেষজ্ঞরা। পরিণতিতে, এ পর্যন্ত গøাসগো ফেরত ৩০০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। খবর আনন্দবাজার।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন জানান, সংক্রমিতের সংখ্যা আরো বাড়তে পারে। ইউরোপ এই মুহূর্তে করোনা সংক্রমণের ভরকেন্দ্র হয়ে রয়েছে। সম্প্রতি একদিনে ২০ লাখ মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। এর মধ্যে গøাসগো থেকে সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই সন্ত্রস্ত স্কটল্যান্ডের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। অস্বস্তিতে পড়ে গেছে প্রশাসন।
নিকোলা জানান, সংক্রমণ যাতে আর না বাড়ে, তাই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। গøাসগো সম্মেলনে যোগ দেয়া প্রত্যেকের (সাধারণ কর্মী থেকে বিশেষজ্ঞ) করোনা পরীক্ষা করা হচ্ছে। সম্মেলন শুরুর আগেও সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ দেখেই যোগদানে অনুমতি দেয়া হয়েছিল। এছাড়া মাস্ক পরা বাধ্যতামূলক ছিল সম্মেলনে। দুই সপ্তাহব্যাপী সম্মেলনে নিয়মিত সাফাই-পর্বও চলেছে। তার পরেও এই সংক্রমণ! বিশেষজ্ঞদের অনুমান, অনুষ্ঠানে যোগদানকারী অন্তত ৯২ জনের রিপোর্ট নেগেটিভ ছিল ঠিকই, কিন্তু তারা হয়ত সংক্রমিত ছিলেন। পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি এবং এ ও সত্য, বিভিন্ন ছবিতে রাষ্ট্রনেতাদেরই মাস্ক ছাড়া দেখা গেছে সম্মেলনে।
পাবলিক হেলথ স্কটল্যান্ড (পিএইচএস) জানায়, সম্মেলনের অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হয়েছিল ‘ল্যাটেরাল ফ্লো ডিভাইস’ বা এলএফডির সাহায্যে। বিশেষজ্ঞদের অনুমান, পিসিআর-টেস্টের থেকে হয়তো এটির সংক্রমণ ধরার ক্ষমতা কম। হয়তো উপসর্গহীন বা সদ্য সংক্রমিতদের শরীরে ভাইরাসের উপস্থিতি টের পায়নি এই পরীক্ষাটি। তাতেই এই ঘটনা। স্কটল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক সরকারি সংস্থাটি জানায়, সিওপি২৬-এ যোগ দেয়া প্রতি হাজারজনের মধ্যে চারজনের করোনা-পজেটিভ ধরা পড়ে।
এটা শুধু সম্মেলনের ছবি। এ বাদ দিয়ে গøাসগো সম্মেলন চলাকালীন একাধিক বিক্ষোভ, জমায়েত হয় অনুষ্ঠানস্থলের বাইরে। সেখানেও বহু মানুষ ভিড় করেছেন। পিএইচএসের বক্তব্য, পরিস্থিতি আরো খতিয়ে দেখা দরকার। ডিসেম্বরের শেষে এ তদন্ত রিপোর্ট প্রকাশ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়