জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

পার্বতীপুরে দ্রুত এগিয়ে চলেছে মডেল মসজিদ নির্মাণ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) থেকে : দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। তারই ধারাবাহিকতায় পার্বতীপুরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে গত ১০ জুন প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় পর্যায়ে ২০২২ সালের জুনে আরো ১০০টি মডেল মসজিদের উদ্বোধন করা হবে। এর মধ্যে পার্বতীপুর মডেল মসজিদটি রয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরের পূর্বদিকে পুরনো একতলা জামে মসজিদটি ভেঙে সেখানে ১২ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ৪৩১ টাকা ব্যয়ে ৪০ শতক জমির ওপর তিনতলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই মডেল মসজিদে একসঙ্গে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৬৮০ দশমিক ১৪ বর্গমিটার আয়তনের সুবিশাল এই মডেল মসজিদে হজ যাত্রীদের নিবন্ধনের ব্যবস্থাসহ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ নির্মাণ শেষে নামাজের জন্য কবে নাগাদ দ্বার উন্মোচিত হবে অধীর আগ্রহে তাকিয়ে আছেন স্থানীয় মুসল্লিরা। দিনাজপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কুতুব আল হোসাইন মোবাইল ফোনে জানান, পার্বতীপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ প্রায় ৫৫ শতাংশ শেষ হয়েছে। বর্তমান যে গতিতে কাজ চলছে তাতে করে ২০২২ সালের মাঝামাঝিতে নির্মাণ শেষ হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। গণপূর্ত বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কাজ পরিদর্শন করেন। এছাড়া তিনিও পরিদর্শনে যান। কাজের মান সন্তোষজনক না হলে তা গ্রহণ করা হয় না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়