দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

এটারনালস…

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর মাধ্যমে একটা জনপ্রিয় অধ্যায়ের ইতি টানল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। এবার আসছে তাদের নতুন ছবি ‘এটারনালস’। মার্ভেল ছবিটি দিয়ে যে নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু করছে তা বলা যায়। ছবিতে সুপারহিরো হিসেবে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি। আছেন সালমা হায়েকদের মতো অভিনেত্রী। আর ছবিটি নির্মাণ করেছেন অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। গত ৫ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া দেখা যাচ্ছে। ২০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ছবিটি এরই মধ্যে আয় করেছে প্রায় ১৭০ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আয়ের দিক থেকে অন্য অনেক ছবিকে ছাড়িয়ে যাবে এটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও গতকাল ১২ নভেম্বর থেকে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
এ বছর অস্কারের ৯৩তম আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন চীনা বংশোদ্ভূত মার্কিন নির্মাতা ক্লোয়ি ঝাও। তার ছবিটিও সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। দুটো অস্কার হাতে আসার সঙ্গে সঙ্গে এলো আরেকটি বড় রকমের সুখবর। মারভেল স্টুডিওর সিনেমা ‘এটারনালস’ নির্মাণ করছেন ক্লোয়ি ঝাও। ৩৯ বছর বয়সি এ নির্মাতার ক্যারিয়ার সবে শুরু। তার অতি পছন্দের মার্ভেল স্টুডিওর সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। সিনেমার নাম ‘এটারনালস’। জ্যাক কির্বির কমিক সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত বিগ বাজেটের এ সিনেমায় আছেন জেম্মা চান, অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক ও কুমাইল নানজিয়ানির মতো তারকারা। প্রথম তিনটি চলচ্চিত্রের তুলনায় এটি বিশাল চমক। মারভেল স্টুডিওর সভাপতি কেভিন ফেইগ বলেন, ‘সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ ছিল ক্লোয়ি ঝাও। কিন্তু ক্লোয়ি প্রথমে ছবিটি নির্মাণ করতে চাননি। শেষ পর্যন্ত কাজটি তিনি করেছেন এটা আমাদের জন্য আনন্দের।’ কেভিন বলেন, ছবিটি আর সব মার্ভেল সিনেমার মতোই ভিজুয়াল ইফেক্ট ও গ্রিনস্ক্রিনে পরিপূর্ণ থাকবে, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে ক্লোয়ি চাইছিলেন ভিজুয়াল ইফেক্টের চেয়ে তার পছন্দমতো বাস্তবিক অর্থে খুঁজে বের করে সত্যিকার লোকেশনে শুটিং করতে। এক পর্যায়ে তারা ডিজনির উচ্চতর অ্যাপগুলো দেখে ইটারনালসের নমুনা তৈরি করেন। মারভেল প্রেসিডেন্ট বলেন, ‘এটা আমাকে বলতেই হচ্ছে, পুরো ব্যাপারটা ক্যামেরায় উঠে এসেছে। এখানে কোথাও ভিএফএক্সের কাজ নেই। কারণ এটা ছিল দারুণ একটি সূর্যাস্তের দৃশ্য, চমৎকার ঢেউ এবং বিশাল পাহাড় থেকে ছুটে আসা কুয়াশা। সব মিলিয়ে যা দাঁড়িয়েছে তা পুরাই চিত্রাকর্ষক।’ পরে নোমাডল্যান্ড দেখে এমন কিছু দৃশ্য তার চোখে পড়ে এবং তিনি মনে করেন এটা ক্লোয়ি ঝাওয়ের নিজস্বতা।
ক্লোয়ি ঝাও বলেন, ‘এটা খুবই সাহসী ও উচ্চাভিলাষী একটা কাজ। এ গল্পের ব্যাপ্তি অনেক বড়। সাত হাজার বছরের মানব সম্প্রদায় ও আমাদের পৃথিবীর গল্প এতে ধরা দেবে।’ তিনি বলেন, মারভেলের এ ছবিতে একজন ভিন্নধর্মী এক সুপারহিরোকে দেখা যাবে। দেখা যাবে একটি বধির চরিত্রও। মারভেল টিমের সঙ্গে কাজ করা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমি অনেক সাবধান ও সচেতনভাবে কাজ করেছি। তবে আমি কাজটা করতে গিয়ে বিশ্বের সেরা সেরা প্রতিভাবানের সাহায্য-সহযোগিতা পেয়েছি। ফলে আমার কাজটা সহজ হয়েছে।’ ‘এটারনালস’ সিনেমায় সবচেয়ে আকর্ষণীয় সুপারহিরোর চরিত্রটি হলো ‘থেনা’। যে কিনা অস্ত্র চালাতে পারদর্শী। অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা যাবে এই চরিত্রে। এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন জোলি। তিনি বলেন, আমার সিনেমা নিয়ে আমার সন্তানরা খুবই উচ্ছ¡সিত। তারা আমাকে শক্তিশালী হিসেবে দেখতে চায়। থেনা চরিত্রটি ঠিক তেমনই। থেনাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করি দর্শক দারুণ কিছু দেখতে পাবেন।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়