দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

অনাহূত মায়ার গল্প

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মুক্ত হওয়ার পরম অপেক্ষা অনাহূত লতানো সম্পর্ক-মায়ায় শুনে শুধু আবদ্ধ প্রহরের কান্না, অসহায় প্রাণের আরো আরো বন্ধি হওয়ার দীর্ঘ নিঃশ্বাস। মনের মত মনে ওড়ার আকাক্সক্ষার আকাশ প্রসারিত হতে হতে সংকুচিত হয় বারে বার। আকাশি ডাকে আকাশের পর আকাশ ডানা মেলে। বেলা শেষে আকাশও ফিরিয়ে দেয় আকাশকে, ফিরিয়ে দেয় ভাবনার ওড়াউড়িকে। অনাহুত নানান গিঁটে আটকা পড়া ডানার পালকে ঝরে শুধু ডানার প্রসারতার আজন্ম স্বপ্নের ব্যথার জল।
নিশুতি রাতের কষ্ট ফুটে ওঠা রোদের ঠোঁটে ঠোঁটে তবু মন গেয়ে উঠে ডানা মেলার অনন্ত গান। অবুঝ মন তবু তসবিহ্ জপে- মনের মত প্রিয় দিন আসবে একদিন। একদিন মন ওড়ার আকাশ প্রসারিত হবে। আকাশি ডাকে আকাশের পর আকাশ ডানা মেলবে শুধু। বেলা শেষে আকাশ ফিরাবে না আর আকাশকে, ফিরাবে না আর ভাবনার ওড়াউড়িকে। অনাহূত গিঁটে আটকা পড়া ডানার পালকে আর ঝরবে না প্রসারতার আজন্ম স্বপ্নের ব্যথার জল। অনাহূত সম্পর্ক-মায়ার বদ্ধ কারাগার ভেঙ্গে মুক্ত হবে প্রাণের একান্ত সাধ একদিন।
একদিন আকাশ আমাদের ডেকে নেবে স্বাধীনতার অনন্ত স্বপ্ন যাত্রায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়