চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

আগের সংবাদ

তথ্যপ্রযুক্তি সম্মেলনে রাষ্ট্রপতি : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার দেশ

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : টেকনাফে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি।
অভিযান চলাকালে মঙ্গলবার গভীর রাতে মুন্ডারডিল ঘাঁট এলাকায় দুই ব্যক্তিকে বস্তা কাঁধে রাস্তা পার হতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয় কোস্ট গার্ডের অভিযানিক দল। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়