এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

আগের সংবাদ

ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক

পরের সংবাদ

ফোর্টনাইট বন্ধের ঘোষণা এপিকের

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্যাটল রয়্যাল গেম ফোর্টনাইট বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ভিডিও গেম ও সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান এপিক গেমস। চীনের বাজার থেকে আনুষ্ঠানিকভাবে গেমটির কার্যক্রম বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। চীনে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়। সেখানে চলতি মাসে গেমটির পরীক্ষামূলক ভার্সন বন্ধের কথা উল্লেখ করা হয়।
নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, নভেম্বরের ১ তারিখ থেকে নতুন ইউজার রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে এপিক গেমস। সেসঙ্গে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটি চীন থেকে তাদের সব সার্ভার সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। ওই পোস্টে প্রতিষ্ঠানটি ইউজারদের গেমটি খেলার জন্য ধন্যবাদ জানায়। বর্তমানে বহুল প্রচলিত গেমসের মধ্যে অন্যতম একটি হলো ফোর্টনাইট। কিন্তু ঠিক কী কারণে প্রতিষ্ঠানটি চীন থেকে গেমটির কার্যক্রম বন্ধ করে দিচ্ছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র : গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়