এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

আগের সংবাদ

ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক

পরের সংবাদ

অ্যাপের গতিবিধি নির্ণয়ে অ্যাপলের নতুন ফিচার

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্যবহারকারীদের জন্য তাদের ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে বহুমুুখী পছন্দ ও ডেভেলপারদের আরো নিখুঁত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে অ্যাপল।
খুব শিগগিরই আইফোনে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে অ্যাপল, যা কিছু প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রের তথ্যানুযায়ী অ্যাপ প্রাইভেসি রিপোর্ট নামে নতুন এ ফিচার চালু করা হবে। আইওএস ১৫.২ বেটা ভার্সনে এ ফিচার যুক্ত হবে। অ্যাপলবিষয়ক সংবাদদাতা পোর্টাল নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, এ ফিচারটি আইফোনের সেটিংস অ্যাপের একটি অংশ হিসেবে চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে বিভিন্ন অ্যাপের পারমিশন-সংক্রান্ত তথ্য জানতে পারবেন। যেমন- কোন অ্যাপ কখন তাদের ডিভাইসের লোকেশন, ফটোস, ক্যামেরা, মাইক্রোফোন এবং কন্ট্যাক্টসে প্রবেশ করে। নতুন এ ফিচারের মাধ্যমে প্রতি সাতদিন অন্তর ব্যবহারকারীরা এসব তথ্য জানতে পারবেন। সূত্র : নাইনটুফাইভম্যাক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়