গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগের সংবাদ

বাজার অস্থির দিশাহারা মানুষ : নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে, জ্বালানি তেলের দাম বাড়ায় আরেক দফা বাড়বে

পরের সংবাদ

ন্যাশনাল লাইফের ৪৭ কোটি টাকা বিমা দাবি পরিশোধ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন ও ৪৭ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। গত ২৭ ও ২৮ অক্টোবর কক্সবাজারে হোটেল লংবিচে প্রায় ১০ হাজার বিমা কর্মীর অংশ গ্রহণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনের শেষ দিন ২৮ অক্টোবর গ্রাহকদের মাঝে উক্ত টাকার বিভিন্ন চেক বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ, বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ, পরিচালক মো. শাহ আলম। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, বক্তব্য রাখেন কোম্পানির ডিএমডি মো. খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অতিথিদের নিয়ে গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়