ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

চট্টগ্রামে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আমাদের আমানত এখন এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে জনতা ব্যাংক ব্যাংকিং জগতে নতুন এক মাইলফলক সৃষ্টি করে এক লাখ কোটি টাকার এলিট ক্লাবে প্রবেশ করেছে।
জনতা ব্যাংকর এ সাফল্যে আমরা গর্বিত। আর এই সাফল্যের পেছনে ব্যাংকের একেকজন কর্মীর মেধা ও শ্রম জড়িত।
ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জি এম মো. কামরুল আহছানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্যাহ এফসিএ, এসএএমডির জি এম মো. শহীদুল ইসলাম, বিডিএমডির জি এম দেলওয়ারা বেগম, ফরেন ট্রেড ডিভিশনের জি এম আবুল বাসার মো. আবদুল হান্নান এবং এমডি এন্ড সিইও’স সেক্রেটারিয়েটের জিএম মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী, সব শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়