ডেঙ্গুতে ৯১ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ২৩ হাজার

আগের সংবাদ

তৃণমূলে সংঘাত থামছেই না : সংঘর্ষে জড়িতদের তালিকা করছে আ.লীগ, অভ্যন্তরীণ সংঘর্ষে এক মাসে নিহত ৮, নির্বাচনী সংঘর্ষে ৩৮ নিহত

পরের সংবাদ

চার সপ্তাহের জন্য বায়রার নির্বাচন স্থগিত

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনের তফসিল চার সপ্তাহের জন্য ¯’গিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর বায়রার নির্বাচন হওয়ার কথা ছিল। এক রিট আবেদনের শুনানি করে গতকাল রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আকতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাশনা ইমাম বলেন, বায়রার নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় যাদের নাম ছিল, কোনো রকম কারণ দর্শানো ছাড়া চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। সে কারণে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা চাওয়া হয়।
সেই সঙ্গে পুরাতন তফসিল অনুযায়ী নির্বাচন হলে নতুন যে ৬৫ জন সদস্য হয়েছেন তারা বাদ পড়বেন। তাই সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে এ রিট দায়ের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়