ডেঙ্গুতে ৯১ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ২৩ হাজার

আগের সংবাদ

তৃণমূলে সংঘাত থামছেই না : সংঘর্ষে জড়িতদের তালিকা করছে আ.লীগ, অভ্যন্তরীণ সংঘর্ষে এক মাসে নিহত ৮, নির্বাচনী সংঘর্ষে ৩৮ নিহত

পরের সংবাদ

অবলম্বন

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কবিতা কে বলি আমি
যেও না ছেড়ে আমায়,
সে আমাকে হাতটা ধরে
পিছন থেকে থামায়।

যতই বলি লিখবো না আর
যাবো ছেড়ে চলে,
সে যে আমায় চুপিচুপি
ভালোবাসি বলে।

মেঘলা দিনে ঝড় তুফানে
আসে হতে সাথি,
মন আকাশে রশ্মি হয়ে
দেয় যে মালা গাঁথি।

এই যে মেয়ে বলে ডেকে
কেন জল ভর আঁখি?
প্রভাত বেলা ঘুম ভাঙাবো
হয়ে বাগের পাখি।
এলোকেশী অনিমেষে
ভাবছো কী যে বসে?
মহাকাশে তোমার টানে
উল্কা পড়ে খসে।

তাইতো আমি বারেবারে
ছুটে আসি ফিরে,
বর্ণমালায় ছন্দ সাজাই
স্বপ্ন প্রদেশ ঘিরে।

বিশ্বাস ভঙ্গ করে না সে
থাকে দুঃখে পাশে,
যখন হৃদয় জ্বলে পুড়ে
রোধ করতে সে আসে।

বাতায়ন যে খুলে লেখি
মুক্ত মনে খাঁচার,
কাব্য আমার অবলম্বন
উত্তাল স্রোতে বাঁচার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়