সম্প্রীতির জমিনে শকুনের চোখ

আগের সংবাদ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান এখন ‘মেটা’

পরের সংবাদ

তাদের ‘সবকিছু হয়ে যায় শূন্য’

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সংগীতশিল্পী নকীব খান ও কুমার বিশ্বজিৎ এবং গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। বহুবছর পর তারা তিনজন একসঙ্গে একই গানে যুক্ত হলেন। তাদের এ কাজের সঙ্গে যুক্ত হন আরেক সংগীতশিল্পী বাপ্পা মজমুদার। বাপ্পার নিজের স্টুডিওতে গানের রেকর্ডিং ও মিক্সিং সম্পন্ন হয়। গানের নাম ‘সবকিছু হয়ে যায় শূন্য’। গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী এবং সুর করেছেন নকীব খান। সংগীত আয়োজনও করেছেন নকীব খান নিজে। গত বৃহস্পতিবার গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক নকীব খান বলেন, ‘গানটি করার সময় ভীষণ ভালো লাগা কাজ করছিল। কারণ দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করলাম। চেষ্টা করেছি ট্রেন্ডি গানই করতে। শ্রোতা-দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে। অবশ্যই বাপ্পাকে ধন্যবাদ আমাদের পূর্ণ সহযোগিতা করার জন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়