সম্প্রীতির জমিনে শকুনের চোখ

আগের সংবাদ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান এখন ‘মেটা’

পরের সংবাদ

আসাদুজ্জামান নূরের জন্মজয়ন্তী : তোমারি হউক জয়

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ম্যাট্রিক পরীক্ষায় গণিত আর আরবিতে লেটার মার্কস পেয়ে পাস করেছিলেন। পরে নাটকে অভিনয় করে পেয়েছেন দেশজুড়ে খ্যাতি। রাজনীতিক হিসেবে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। বলছি আসাদুজ্জামান নূরের কথা। আগামীকাল রবিবার (৩১ অক্টোবর) ৭৫ বছর পূর্ণ করতে যাচ্ছেন দেশের বরেণ্য এই অভিনয়শিল্পী ও রাজনীতিক। দিনটি উদযাপন করতে ‘আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তোমারি হউক জয় আসাদুজ্জামান নূর’ শীর্ষক অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রবিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এই আয়োজনে আবৃত্তিকর্মী-নাট্যকর্মী-সঙ্গীতশিল্পী-নৃত্যশিল্পীসহ সংস্কৃতির সব শাখার মানুষের অংশগ্রহণে বর্ণিল হয়ে উঠবে। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। তার বাবা আবু নাজিম মো. আলী এবং মাতা আমিনা বেগম। তার বাবা-মা ছিলেন দুজনই স্কুলশিক্ষক। দুই ভাই আর এক বোনের মধ্যে আসাদুজ্জামান নূর সবার বড়। ১৯৮২ সালে ডা. শাহীন আকতারকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলে সুদীপ্ত ও এক মেয়ে সুপ্রভা। ম্যাট্রিক পরীক্ষায় লেটার মার্কস পাওয়ার পর আইন বিষয়ে পড়তে ঢাকায় চলে আসেন নূর। ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন বাম রাজনীতির সঙ্গে। ১৯৬২ সালে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে সব আন্দোলনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি জড়িয়ে পড়েন থিয়েটার ও আবৃত্তি চর্চায়। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে পান তুমুল জনপ্রিয়তা। হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘এই সব দিনরাত্রির শফিক’ কিংবা ‘অয়োময়’ এর ছোট মীর্জা চরিত্রে অভিনয় করে লাখো দর্শক-শ্রোতার প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন। তবে কিংবদন্তি হয়ে আছেন ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে। নক্ষত্রের রাত নাটকে তার হাসান চরিত্রটিও মনে রেখেছে মানুষ। তবে বাকের ভাই চরিত্রটি আসাদুজ্জামান নূরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এমনকি তিনি যখন প্রথম সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হন, তখনো বাকের ভাইয়ের নামে তার এলাকায় ভোট চাওয়া হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় তাকে ‘বাকের ভাই’ বলে সম্বোধন করা হয়। আসাদুজ্জামান নূর ২০০১, ২০০৮, ২০১?৩, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নীলফামারী জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মঞ্চে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত আছেন। তার অনুবাদে নাগরিক মঞ্চে এনেছিল ‘দেওয়ান গাজির কিসসা’। এছাড়া ‘গ্যালিলিও’, ‘নুরুলদীনের সারাজীবন’ নাটকে আসাদুজ্জামান নূরের অভিনয় এখনো মানুষের মুখে মুখে প্রশংসিত হয়। হ হেমন্ত প্রাচ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়