দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

ভুয়া অতিরিক্ত সচিব কাদের সাতদিনের রিমান্ডে

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়দানকারী প্রতারক আব্দুল কাদেরকে পৃথক দুই মামলায় এবার সাত দিনের রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এক মামলায় তিনদিন এবং আরেক মামলায় চারদিনসহ মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। এর আগে গতকাল আসামি কাদের আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে জলসিঁড়ি প্রকল্পের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেয়ার কথা বলে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনির হোসেন নামের এক ঠিকাদারের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেয়ার কথা বলে ১২ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জয়নাল আবেদীন বাবুর করা আরেক মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হয়। রাষ্ট্রপক্ষও রিমান্ডের জোর দাবি জানান। তবে আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক প্রথম মামলায় তিনদিন ও দ্বিতীয় মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সাত দিনের রিমান্ড বাদেও তেজগাঁও শিল্পাঞ্চল থানার প্রতারণার মামলায় কাদের প্রথমে চারদিন এবং পরে ১৩ অক্টোবর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর শেখ আলী আকবর তিনজনের বিরুদ্ধে প্রতারণার একটি মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন তিনি। এ মামলায় অপর আসামিরা হলেন- আব্দুল কাদেরের স্ত্রী সততা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ছোঁয়া এবং ম্যানেজার শহিদুল ইসলাম। এ মামলার অভিযোগে পরদিন আব্দুল কাদের গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়