দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আবদুল আজিজ ভূঁইয়া জানান, পালংখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইয়াবা ব্যবসায়ী চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে রাতের কোনো এক সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই সংবাদের পর বিজিবির টহলদল ৫ নম্বর পালংখালী ইউপির পূর্বফাঁড়ির বিল এলাকায় অবস্থান নেয়। গত বুধবার ৪টার দিকে কয়েকজন মাদক চোরাকারবারি হেঁটে সীমান্ত অতিক্রম করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ওই ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়