মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

গভর্নরের গালে চপেটাঘাত!

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সম্প্রতি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু নাটকীয়ভাবে তার ওই অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। গভর্নরের বক্তৃতার সময় এক ব্যক্তি মঞ্চে ওঠেন। দর্শকের সারি থেকে সরাসরি মঞ্চে উঠে বক্তৃতারত গভর্নরের গালে চড় মারেন। খবর সিএনএনের। ইরানের উত্তর-পূর্বাঞ্চলের তাবরিজ শহরে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত ব্যক্তির নাম জেইনোল আবেদিন খোররাম। সম্প্রতি তিনি পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়ার পর তাবরিজে ইমাম খোমেনি মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তখনই ঘটে অনাকাক্সিক্ষত এই ঘটনা।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স অনলাইনে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ধীরে ধীরে খোররামের কাছে যাচ্ছেন। গিয়েই গালে চড় মারার পর ধাক্কাধাক্কি করছেন তাকে। এরপর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে আনেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়