পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

মা ইলিশ সংরক্ষণ : কোস্ট গার্ড অভিযানে ৬ কোটি ৩৮ লাখ মিটার জাল উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১’ উপলক্ষে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিনে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে মোট ৩ হাজার ৪৯টি অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে আনুমানিক ২৩৩ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকার ৬ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল, ৯ হাজার ৮৩২ কেজি ইলিশ মাছ, ১১৫টি বোট ও ২৫৭ জন জেলেকে আটক করা হয়। জব্দ এসব অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়