পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

পল্লী বিদ্যুতের ৪৬২ উপজেলা : মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ তথা প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০২১’ এ মধ্যম আয়ের দেশ এবং ‘রূপকল্প-২০৪১’ এ উন্নত সমৃদ্ধ দেশ বিনির্মাণের লক্ষ্যে মুজিববর্ষেই ৪৬২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। এতে আরইবির বর্তমান গ্রাহক সংখ্যা ৩ কোটি ২০ লাখ অতিক্রম করেছে। প্রায় ১৩ কোটি মানুষ এ সংস্থার বিদ্যুৎ সেবা নিচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন এবং অবশিষ্ট ১৭৪টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে দেশের সর্বদক্ষিণে অবস্থিত সমুদ্র তীরবর্তী অফগ্রিড রাঙ্গাবালি উপজেলাসহ ১ হাজার ৫৯টি গ্রাম শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচির সফল বাস্তবায়ন হবে। আরইবি সম্প্রতি তার বার্ষিক প্রতিবেদন ২০২০-২০২১ প্রকাশ করেছে। যেখানে মুজিববর্ষে উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের সাফল্যগাথাসহ ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়