পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

দীর্ঘদিন পর বড়পর্দায় রুমানা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বিয়ের পর রুমানা এখন আমেরিকাতেই অবস্থান করছেন। এরই মধ্যে ২০১৯ সালের ২২ অক্টোবর তিনি মেয়ের মা হয়েছেন। সব মিলিয়ে তিনি পুরোদস্তুর গৃহিণী। অভিনয়ে আর ফেরার কোনো সম্ভাবনাও নেই। দশ বছর আগে রুমানা এফ আই মানিকের পরিচালনায় ও ডিপজলের প্রযোজনায় দেশপ্রেমের গল্পের সিনেমা ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে মুঠোফোনে আমেরিকা থেকে রুমানা বলেন, ঠিক মনে নেই আসলে কত বছর আগে এই সিনেমাতে অভিনয় করেছিলাম। তবে ১০ বছরের বেশি তো হবেই। তখন আমি নাটকে এবং সিনেমাতে সমানতালে কাজ করা নিয়ে ব্যস্ত ছিলাম। এই সিনেমার তিনজন শিল্পী আমাদের মাঝে নেই। তিনজন হলেন শ্রদ্ধেয় মিজু আহমেদ, দিতি ও অলি। মিজু ভাই, দিতি আপা এবং অলিকে ঘিরে এই সিনেমায় কাজ করার স্মৃতি চোখে স্পষ্ট। সত্যি, খুব কষ্ট হয় তাদের কথা মনে হলে। এর মধ্যে আমরা আরো অনেককে হারিয়েছি। আমাদের সংস্কৃতি অঙ্গনটাও অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এদেশে তোমার আমার সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার গল্পের সিনেমা। রুমানা জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় অপূর্বর বিপরীতে সর্বশেষ একটি নাটকে তিনি অভিনয় করেন। ২০১৫ সালের ৭ আগস্ট রুমানা এলানকে বিয়ে করেন। রুমানা জানান চলতি বছরের শেষপ্রান্তে তার দেশে ফেরার ইচ্ছে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়