পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

ঢাবি ক্যাম্পাস থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ভবনের সামনে থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে একদিন বয়সি ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফর বলেন, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, একটি গামছা দিয়ে নবজাতকের মরদেহ ঢাকা রয়েছে।
পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, কে বা কারা ওই নবজাতককে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়