ইজিবাইকচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ : মাদকের টাকা জোগাতে ছিনতাই

আগের সংবাদ

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ডিজিটাল ছোঁয়া

পরের সংবাদ

মস্কো অপ্রস্তুত! রুশ কারাগারে যৌন নির্যাতনের ভিডিও ফাঁস

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : রাশিয়ার জেলগুলোতে কীভাবে বন্দিদের ওপর অত্যাচার ও যৌন নির্যাতন চালানো হয়, তার ভিডিও ফাঁস হয়েছে। ধর্ষণ ও অত্যাচারের ভিডিওগুলো রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সের্গেই সাভেলিয়েভ নামের সাবেক এক বন্দী ভিডিওটি ফাঁস করেন। এখন প্রাণভয়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন তিনি।
যে ব্যক্তি এই ‘তথ্য’ ফাঁস করেছেন, তিনি আপাতত ফ্রান্সে। যদিও তাকে জেলে নিতে উঠে পড়ে লেগেছে মস্কো। মাদক পাচারের অভিযোগে সের্গেইয়ের সাড়ে সাত বছরের কারাদণ্ড হয়েছিল। তথ্যপ্রযুক্তির বিষয়েও তার অভিজ্ঞতা ছিল।
তাই কারা কর্তৃপক্ষ তাকে জেলের তথ্যপ্রযুক্তি বিষয়টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিল।
সেই সূত্রে জেলের সার্ভারে থাকা বহু ভিডিও সের্গেইয়ের হাতে আসে। এর মধ্যে সারাটোভ জেলের কয়েকটি ধর্ষণ ও নৃশংস অত্যাচারের ভিডিও তিনি হস্তগত করেন। জেল থেকে ছাড়া পাওয়ার সময় সেগুলো নিয়ে যান। পরে সেগুলো তিনি তুলে দেন রাশিয়ার একটি মানবাধিকার সংগঠনের হাতে। তাদের ওয়েবসাইটে আপলোড করা হয় কয়েকটি ভিডিও। এর পরেই নড়েচড়ে বসে রুশ প্রশাসন। সের্গেইকে তলব করে সরকারি দপ্তর। কিন্তু তিনি হাজির হননি। পরে তার নাম ‘ওয়ান্টেড’ তালিকায় তুলে দেয়া হয়।
সের্গেইয়ের কথায়, আমাকে কেন ডেকে পাঠানো হয়েছে, জানি না। আমার ধারণা, রাষ্ট্রের গোপনীয় বিষয় প্রকাশের জন্যই হয়তো তলব করা হয়েছে। প্রশাসন এখন তার মুখ বন্ধ করতে চায়।
সের্গেই জানান, রাশিয়ার জেলে বন্দিদের উপরে নির্মম অত্যাচার বহু দিন ধরে চলে আসছে। রয়েছে যৌন নির্যাতনও। একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারেও তিনি জানান, মূলত স্বীকারোক্তি আদায় এবং অন্য বন্দীদের ভয় দেখাতেই অত্যাচার করা হয়। বেলারুশের বাসিন্দা সের্গেই জানান, জেলের অত্যাচারের কথা তিনি রুশ প্রশাসনকে জানাতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসন কিছু শুনতেই চায় না। সের্গেই বলেন, ‘আমার প্রতি রাষ্ট্র প্রতিহিংসামূলক আচরণ করবে বুঝতে পারছিলাম। তাই ফেব্রুয়ারিতে দেশ ছেড়ে পালিয়ে যাই।’ গত সপ্তাহে তিনি ফ্রান্সে পৌঁছান। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়