ইজিবাইকচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ : মাদকের টাকা জোগাতে ছিনতাই

আগের সংবাদ

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ডিজিটাল ছোঁয়া

পরের সংবাদ

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা : এসডিজি অর্জনে মেয়েদের উচ্চশিক্ষা সময়ের দাবি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : শিক্ষা না থাকলে নিজের অধিকার সম্পর্কে জানা যায় না, প্রতিবাদ করা যায় না অন্যায়ের। শিক্ষাই মেয়েদের শক্তি। এটি তাদের অধিকার। মেয়েদের সুশিক্ষা থাকলে কমে আসবে নারী নির্যাতন। শিক্ষা নারীদের আত্মনির্ভরশীল হতে বেশ সহায়ক। তবে শুধুমাত্র চাকরির জন্য নয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে মেয়েদের উচ্চশিক্ষা সময়ের দাবি। গতকাল সোমবার রাজশাহীতে ইউনেস্কোর পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় ‘বিশ্ব নাগরিকত্ব শিক্ষা বিকাশের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনেস্কো অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর প্রসার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের (এনএইউসিবি) আয়োজনে এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালা রাজশাহীর দুটি স্কুলে সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় রাজশাহী হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও পরে বিকাল ৪টায় কলেজিয়েট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। সকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) নাসির উদ্দিন। বিকালে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। উভয় কর্মশালায় এসডিজি ও বিশ্ব নাগরিকত্ব অর্জনের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এনএইউসিবির মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শামসুল মুক্তাদির ও সমন্বয়কারী হাবিবুল হায়দার চৌধুরী। কর্মশালায় বক্তারা বলেন- এসডিজির ১৭টি বিষয়বস্তুর মধ্যে চতুর্থ নম্বরে রয়েছে সবার জন্য ও সর্বস্তরে মানসম্পন্ন শিক্ষা এবং আজীবন শিক্ষার সুযোগ। যেটি পূরণ করতে হলে দেশের নারী সমাজকে প্রাধান্য দিতে হবে। সেজন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে অভিভাবকদের। দেশের বৃহৎ স্বার্থে বর্তমানে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া ছাত্রছাত্রীদের প্রথম দায়িত্ব। শিক্ষার্থীদের হতে হবে সমাজের রোল মডেল। দেশকে এগিয়ে নিতে সচেতন হচ্ছেন অভিভাবকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়