ইজিবাইকচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ : মাদকের টাকা জোগাতে ছিনতাই

আগের সংবাদ

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ডিজিটাল ছোঁয়া

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আসামির যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি : নড়াইলে অস্ত্র মামলায় নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদারকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশীয় তৈরি ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড শর্টগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল।

পানিতে ডুবে মৃত্যু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : তিস্তা নদী হেঁটে পার হওয়ার সময় পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের শিঙ্গিমারী এলাকায়। মৃত কৃষকের বাড়ি ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তেঁতুলতলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার।
পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মহিলা স্কুল রাগবি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রবিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। ফাইনাল খেলায় সালন্দর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জেলা ক্রীড়া সংস্থা টিম রানার্সআপ হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা প্রীতি গাঙ্গুলী, রাগবি ফেডারেশনের প্রশিক্ষক ওয়াস্থি আফজাল, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মাসুদ রানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়