ইজিবাইকচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ : মাদকের টাকা জোগাতে ছিনতাই

আগের সংবাদ

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ডিজিটাল ছোঁয়া

পরের সংবাদ

আনসু ফাতি আগামীর মেসি!

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে গত দেড় যুগ জায়ান্টের ভূমিকায় ধরে রেখেছিলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তবে সাম্প্রতিক সময়ে আর্থিক অনটনে ও লিগ নিয়মের গ্যাড়াকলে পড়ে মেসি এখন প্যারিসে। বর্তমানে তিনি পিএসজির জার্সি গায়ে খেলছেন। মেসি বার্সেলোনা ছাড়ার পর ১০ নম্বর জার্সি তুলে দেয়া হয় আনসু ফাতির গায়ে। মেসির রেখে যাওয়া জার্সি পেলেও মেসির জায়গা পূরণে কতটুকু সমর্থ আনসু ফাতি? এমন প্রশ্ন ফুটবলপ্রেমীদের মনে। তবে দীর্ঘ সময়ের ইনজুরি কাটিয়ে দলে ফিরে পারফরম্যান্সে ঝলক দেখান এই তরুণ ফরোয়ার্ড। মেসির অনুপস্থিতিতে ফাতি বার্সাকে এগিয়ে নিবেন তেমনই আশার আলো দেখছেন বার্সার সমর্থকরাও। চলতি মৌসুমে যতটুকু সুযোগ পেয়েছেন নিজের সামর্থ্য প্রমাণ করেছেন ফাতি। তাকে ঘিরেই যে নতুন স্পোর্টিং পরিকল্পনা সাজাচ্ছে বার্সেলোনা। গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে মাঠে নামায় কোচ রোনাল্ড ক্যোমান। শেষ সময়ে ঝলকে তিনি প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে ৩-০ গোলের জয় পেতে সাহায্য করেন। লা লিগার আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত ১৮ অক্টোবর ম্যাচে শুরুর পাঁচ মিনিটে ১-০ গোলের পিছিয়ে পড়া দলকে ম্যাচের ১৩তম মিনিটে গোল করে সমতায় ফেরেন। শেষ পর্যন্ত ওই ম্যাচে ফাতিরা ৩-১ গোল ব্যবধানে জিতে নেয়। ফাতির মধ্য উজ্জ্বল সম্ভাবনা দেখছে বার্সেলোনা। মেসির স্থলাভিষিক্ত হিসেবে তাই তাকে নতুন মেয়াদে চুক্তি বাড়িয়ে দলে রাখছেন বার্সা ম্যানেজমেন্ট। বার্সার সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। বার্সার সঙ্গে নতুন স্বাক্ষরিত চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটিতেই থাকবেন আনসু ফাতি। এই চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরোরও বেশি। চুক্তি শেষের আগেই ফাতির সঙ্গে চুক্তি বর্ধিত করল বার্সেলোনা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন ফাতি। ২০১৯ সালে ক্লাবটির জার্সিতে অভিষেক হয় বার্সার। যদিও গত মৌসুমের লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন এই তারকা। এরপর গত মাসেই ১০ মাসের ইনজুরি শেষে মাঠে ফিরেছেন তিনি। বার্সেলোনার হয়ে এখন অবধি ১৫ গোল করেছেন ফাতি। আনসু ফাতির জন্ম পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ ‘গিনি বিসাউ’য়েতে। দেশটি এক সময় পর্তুগিজ উপনিবেশ ছিল। সেখান থেকে পর্তুগালে চলে এসে ফুটবলকেই পেশা হিসেবে নিয়েছিলেন তার বাবা বোরি ফাতি।
:: জুনায়েদ হোসেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়