চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

নদীদূষণ নিয়ে কাজ করলেন আবুল হায়াত

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নদীদূষণ ও করোনার ওপরে একটি ওবিসি নির্মাণ করলেন পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দীন। আহসান কবিরের গল্প ভাবনায় ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে ওবিসিটি তৈরি হয়েছে। ঢাকার অদূরে ও ভেতরে ইতোমধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে। এই ওবিসির মাধ্যমে অভিনেতা আবুল হায়াতকে নিয়ে প্রথমবারের মতো কাজ করলেন খান মোহাম্মদ বদরুদ্দীন। আবুল হায়াত বলেন, ‘খুব সুন্দর ও সময়োপযোগী একটি গল্প। এই ধরনের কাজগুলো পেলে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই অভিনয় করতে আগ্রহী। খান মোহাম্মদ বদরুদ্দীনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আনন্দের সঙ্গে কাজটি করেছি। তার ডিরেকশন এবং গল্প বলা আমাকে মুগ্ধ করেছে। আশা রাখছি কাজটি দর্শকজনপ্রিয়তা পাবে।’ নির্মাতা বলেন, ‘এই কাজটির মাধ্যমে সামাজিক দায়িত্বও পালন করতে পেরেছি, তাই ভালো লাগে। তাছাড়া আবুল হায়াত অনেক বড় মাপের অভিনেতা। অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে কাজ করেছি; কিন্তু হায়াত ভাইকে নিয়ে কখনো কাজ করা হয়নি আমার। একটি একটা স্বপ্ন পূরণ হওয়ার মতোই।’ এর আগে খান মোহাম্মদ বদরুদ্দীন ‘নদী ও বাংলাদেশ’ নামে বিআইডব্লিউটি-এর ডকুমেন্টারি ও ওয়াল্টন-এর বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়