চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

এক মণ গাঁজা ফেলে পালানোর সময় গ্রেপ্তার ৩

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা রেখে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সামাদ, মো. লালটু ও মো. ওমর ফারুক। অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম গতকাল রবিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়া খাম্বা এলাকায় কিছু মাদককারবারী গাঁজা কেনাবেচার জন্য অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাদের আটক করা হয়। আর সেখানে পাওয়া যায় ৪০ কেজি গাঁজা।
গ্রেপ্তারকৃতরা রাজধানীসহ এর আশপাশ এলাকায় গাঁজা বিক্রি করে থাকে। যাত্রাবাড়ী থানার মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়