টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

দ্য স্টোরিজ উই ওয়্যার শিরোনামে ফ্যাশন প্রদর্শনী

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পেনসিলভানিয়া ইউনিভার্সিটির মিউজিয়াম অব আর্কিওলজি অ্যান্ড অ্যানথ্রোপলজির একটি নতুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে স¤প্রতি। “দ্য স্টোরিজ উই ওয়্যার” নামক এ প্রদর্শনীতে কাজ, খেলা, যুদ্ধ, পারফরম্যান্স, অনুষ্ঠানাদি এবং শাসন- ইত্যাদি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে মানুষের পরিধেয় সাজসজ্জার উপাদানগুলো। এতে ২ হাজার ৫০০ বছর ধরে চলমান স্টাইলের প্রায় ২৫০টি নিদর্শন প্রদর্শিত হয়।
১৭০০ শতকের সামুরাই যোদ্ধাদের বর্ম থেকে শুরু করে ১৯৬৫ সালে পরা হলিউড তারকা রাজকুমারী গ্রেস কেলির একটি কোরাল-বিডেড গিভেনচি গাউন সহ উল্লেখযোগ্য কিছু বস্তু প্রদর্শিত হয়েছে সেখানে। জাদুঘরের ওয়েবসাইটে জানানো হয়, “ভাষা, সংস্কৃতি এবং সময়” এ পরিধির বাইরে যেয়ে এ প্রদর্শনীটি ফ্যাশন এবং চিন্তার মধ্যকার সংযোগকে উপস্থাপন করে।
সূত্র : সিএনএন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়