নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

আগের সংবাদ

লো স্কোরিংয়ের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

পরের সংবাদ

সমঝোতার ইঙ্গিত : মস্কোয় তালেবানের সঙ্গে বৈঠক ভারতের

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দিল্লির সরকারি স্বীকৃতি এখনো পায়নি তালেবানরা। কিন্তু এরই মধ্যে গত বুধবার রাতে মস্কোয় আফগানিস্তান নিয়ে আলোচনা মঞ্চের অবকাশে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির সঙ্গে আলোচনায় উঠে আসে সে দেশে সাহায্য পাঠানো এবং সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো।
বৈঠকের পর তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ একটি বিবৃতিতে বলেন, দুপক্ষই মনে করছে একে অন্যের উদ্বেগের দিকগুলো গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নতি ঘটানো প্রয়োজন। ভারতীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে এই বৈঠকের নেতৃত্ব দেন ভারতের পাকিস্তান-আফগানিস্তান-ইরানবিষয়ক যুগ্ম সচিব জে পি সিংহ।
খবর আনন্দবাজার।
সূত্রের খবর, ভারতীয় প্রতিনি?ধিরা ওই বৈঠকে তালেবান সরকারকে জানিয়েছেন যে, সে দেশের মানুষের জন্য ত্রাণ এবং মানবিক সাহায্য পাঠানোর জন্য প্রস্তুত দিল্লি। কিন্তু সেই ত্রাণ সাহায্য কীভাবে এবং কোন পথে কাবুলে পাঠানো হবে, সে ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা তালেবানের কাছ থেকে এখনো পায়নি ভারত। জাবিউল্লা নিজে যদিও টুইট করে জানিয়েছেন, মস্কো-ফরম্যাট বৈঠকে ভারতীয় দূত জানিয়েছেন আফগানিস্তানের মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। আফগানিস্তান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আফগানিস্তানকে সাহায্য করতে প্রস্তুত ভারত। সূত্র মারফত জানা গেছে, আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাস পাচার নিয়ে উদ্বেগের কথাও ভারতীয় কূটনীতিকরা জানিয়েছেন হানাফিকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য- আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানোর কথা ভারত এই প্রথম বলছে না। তালেবানরা কাবুলের দখল নেয়ার পর থেকেই দেশটির শীর্ষ স্তর থেকে বারবার এই বার্তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এসসিও এবং জি-২০ সম্মেলনে তার বক্তৃতায় এ কথা জানিয়েছেন। ভারতের শর্ত- সরাসরি তালিবানকে নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই ত্রাণ পাঠানো হবে। ভারতের বক্তব্য, আফগানিস্তানে ত্রাণ পাঠানোর জন্য ‘বাধাহীন অবারিত’ সংযোগ প্রয়োজন। মস্কো-ফরম্যাটে দূতিয়ালির পর এ ব্যাপারে কতটা অগ্রগতি হলো, তা অদূর ভবিষ্যতেই বোঝা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়