নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

আগের সংবাদ

লো স্কোরিংয়ের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

পরের সংবাদ

নানা আয়োজনে বাউবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তিন দশকে পদার্পণ করল দেশের একমাত্র উš§ুক্ত ও দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয়। দেশজুড়ে বিস্তৃত ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থী পরিসংখ্যান বিবেচনায় এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। গাজীপুরে ৩৫ একর জমির ওপর গড়ে উঠেছে মূল ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপআঞ্চলিক কেন্দ্র শিক্ষার্থীদের পাঠ সামগ্রী বিতরণ, কাউন্সিলিং, ভর্তি, রেজিস্ট্রেশনের কাজ করছে।
বাউবির দীক্ষা : সবার জন্য উš§ুক্ত কর্মমুখী গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা এই মন্ত্রে ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্পের উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তি তৈরির অভিলক্ষ নিয়ে এখন বিশ্ববিদ্যালয় কাজ করছে। বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৯তম বর্ষে গত ২১ অক্টোবর সকালে ক্যাম্পাসে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যের পতাকা স্তম্ভে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। একই সঙ্গে একই সময়ে দেশজুড়ে বাউবির সব আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও কেক কাটা ও বেলুন উড়ানো হয়। সকালের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রোউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রোউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক সুফিয়া বেগম এবং তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়