নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

আগের সংবাদ

লো স্কোরিংয়ের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

পরের সংবাদ

গান ও কবিতায় সিআরবি রক্ষার দাবি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : গান, কবিতা আবৃত্তি, কথামালা ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সিআরবি রক্ষার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিকরা। সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবা সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তিরা সবাই।
শত বছরের ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি-বিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন চট্টগ্রামের শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। সমাবেশের ফাঁকে ফাঁকে গান-আবৃত্তি পরিবেশন করা হয়।
শিল্পীরা একে একে পরিবেশন করেন মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িকতাবিরোধী এবং বঙ্গবন্ধুকে নিবেদিত কালজয়ী সব গান।
পরিবেশন করা হয় ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোল তোল’, ‘কারার ওই লৌহ কপাট’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’সহ কারজয়ী অগণিত গান। এ সময় কবি ও শিশুসাহিত্যিক তানভীর হাসান বিপ্লব সম্পাদিত যৌথ কাব্য সংকলন ‘সবুজ আন্দোলন’-এর মোড়ক উন্মোচন করা হয়। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হওয়া সংগীতানুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন হাসান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, এডভোকেট এইচ এম জিয়া উদ্দিন, শফিকুল আলম হেলাল, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, সরোয়ার বাবুল, মোরশেদ চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়