এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

হোমনার ৯ ইউপি নির্বাচন : চেয়ারম্যান হতে চান অর্ধশতাধিক নেতা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) থেকে : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে হোমনা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে হোমনা উপজেলার ৯ ইউনিয়ন। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র চলছে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে আলোচনা-সমালোচনা। কোন ইউনিয়নে কারা হচ্ছেন এবার প্রার্থী। সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা বিভিন্ন কৌশলে প্রার্থিতার জানান দিচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে এবার ৯ ইউপিতে অর্ধশতাধিক ব্যক্তি চেয়ারম্যান হতে চান আর মেম্বার হতে চান আরো দুই শতাধিক ব্যক্তি। এসব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অধিকাংশই সরকার দল আওয়ামী লীগের। এর মধ্যে সরকারদলীয় অনেক প্রার্থীই মনে করছেন এবার নৌকার টিকেট পেলেই চেয়ারম্যান নিশ্চিত। সে লক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকার টিকেট পেতে আরো আগে থেকেই জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।
৯ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, মাথাভাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগের সেক্রেটারি কায়সার আহমেদ বেপারী ও দাঁড়িগাঁও গ্রামের সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম। নিলখি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান গাজী মুহসিন, জেলা ছাত্রলীগ নেতা মিয়া মো. মতিউর রহমান ও বিএনপি নেতা ওমর ফারুক। জয়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল আজিজ সাব মিয়া, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ধনু, মনিরুজ্জামান ও জাতীয় পার্টির আহমেদ বিন শরীফ। ভাষানিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাদেক সরকার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম নক্কু, দয়াল ভাণ্ডারী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ, গোলাম মাওলা ও রেজাউল করিম মামুন। ঘাড়মোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহজাহান মোল্লা, আওয়ামী লীগ নেতা আবদুল করিম, মনিরুজ্জামান, জামাল হোসেন ও অপু। আছাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন মাস্টারের ছেলে আরাফাত হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ। চান্দেরচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, আওয়ামী লীগ নেতা হারুন মমিন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ও বিএনপি নেতা রেজাউল করিম। দুলালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর, আওয়ামী লীগ নেতা গাজী ইলিয়াস, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা মানিক সওদাগর, সাবেক চেয়ারম্যান আবদুল মতিনের ছেলে মো. সজীব ও বিএনপি নেতা জামাল হোসেন। ঘাগুটিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান খন্দকার, ইকবাল হোসেন রনি ও দুর্গাপুরের মালেক আফসারী। এছাড়াও আরো এক ডজন ব্যক্তি চেয়ারম্যান হওয়ার লক্ষ্যে এলাকায় কাজ করছেন। এদিকে সম্ভাব্য দুই শতাধিক সাধারণ ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী কৌশলে নিজ নিজ এলাকায় তাদের প্রার্থিতার জানান দিচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, তৃণমূল থেকে প্রার্থী বাছাই করে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে চিঠি দেয়া হয়েছে। ১৮ অক্টোবরের মধ্যে ৯ ইউনিয়নের বাছাইকৃত প্রার্থীদের তালিকা জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে যাবে। সেখান থেকে প্রার্থীদের আওয়ামী লীগের টিকিট দেয়া হবে। হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সরকার বলেন, বিএনপি দলীয়ভাবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ না করায় দলীয় মনোনয়ন নিয়ে আমাদের কোনো কাজ নেই। উল্লেখ্য, উপজেলায় ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর, প্রত্যাহারের শেখ তারিখ ১১ নভেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়