এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

পীরগাছার ৮ ইউপি মনোনয়নপত্র জমা দিলেন ৫২৫ জন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : পীরগাছায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। গতকাল রবিবার সকাল থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া হয়। এতে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। ৮টি ইউনিয়নের জন্য ৪ জন রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়ন জমা দেয়া হয়। মনোনয়ন দাখিল নিয়ে গোটা উপজেলাজুড়ে দেখা দেয় উৎসবের আমেজ। সকাল থেকে বিভিন্ন যানবাহনে নেচেগেয়ে আনন্দ উৎসবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা চত্বর ও তার আশপাশে অবস্থান নেন প্রার্থী ও সমর্থকরা। এরপর উপজেলা নির্বাচন অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মৎস্য অফিস ও উপজেলা সমাজসেবা অফিসে মনোনয়নপত্র জমা দেয়া হয়। মিছিল সহকারে মনোনয়নপত্র জমা আচরণবিধি লঙ্ঘন হলেও তোয়াক্কা করেননি কেউ।
উপজেলার পারুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, ইটাকুমারী ইউনিয়নে ৬ জন, অন্নদানগর ইউনিয়নে ৬ জন, ছাওলা ইউনিয়নে ৬ জন, তাম্বুলপুর ইউনিয়নে ৯ জন, পীরগাছা সদরে ৬ জন, কৈকুড়ী ইউনিয়নে ৭ জন এবং কান্দি ইউনিয়নে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ২১ অক্টোবর যাচাই-বাছাই এবং ২৬ অক্টোবর প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শোয়েব সিদ্দিকী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়