এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

তাড়াশ : ছাত্রকে বলাৎকারের চেষ্টায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টায় এলাকাবাসী রবিউল ইসলাম রবি (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন। গত শনিবার গভীর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের কওমি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে পুলিশ আটক করেছে।
মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলাম রবি উপজেলার সগুনা ইউনিয়নের মাঝিড়া গ্রামের মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে।
গতকাল রবিবার সকালে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর আটককৃত ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, গত মঙ্গলবার উপজেলার সান্দুরিয়া কওমি মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবি ওই মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে (১২) রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করে। বলাৎকারের চেষ্টার শিকার ওই ছাত্র সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকরা মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের চেষ্টার বিষয়টি মাদ্রাসার কমিটির সদস্যদের অবহিত করেন।
পরে মাদ্রাসা কমিটির সদস্যরা আলোচনা শেষে বিষয়টির সত্যতা যাচাইয়ের পর মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম রবিকে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। শনিবার রাতে তাড়াশ থানার এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে গ্রামবাসী ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির লোকজন শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করেন।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, থানায় মামলা হয়েছে এবং ওই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়