এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পরিচিতি সভা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ চিলমারী উপজেলা শাখার পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) সভাকক্ষে সংগঠনটির আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি একেএম মোখলেছুর রহমান মাসুমের সভাপতিত্বে ভার্চুয়ালে যুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহিনুর আলামিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন বকসি, উপজেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, রবিউল ইসলাম প্রমুখ।

চক্ষু চিকিৎসা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক রোগীকে গতকাল রবিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া ছানি অপারেশনের জন্য ৫৭ জন রোগীকে কুমিল্লার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ কল্যাণ সমিতির ডাক্তারদের তত্ত্বাবধানে কার্যক্রম উদ্বোধন করেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান। সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহিম মোল্লা, সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

মহিলা সমাবেশ

চন্দনাইশ (চট্টগ্রাম ) প্রতিনিধি : চন্দনাইশ উপজেলা তথ্যসেবা কেন্দ্রের তথ্য আপার আয়োজনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সাতবাড়িয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে মহিলাদের নিয়ে তথ্য আপা শাপলা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়–য়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ থানার এসআই মল্লিকা দাশ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ আকতার, সাতবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ বেগম লিলি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়