এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

গুরুদাসপুরে মাদ্রাসা মাঠজুড়ে বালুর স্তূপ : জল কাদায় দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : গুরুদাসপুরে সেই ইউপি চেয়ারম্যানের বালুর ব্যবসায় খেলার মাঠ পুরো অকেজো হয়ে পড়েছে। শিক্ষার্থীরা পারছে না খেলাধুলা করতে। উপজেলার নাজিরপুর দাখিল মাদ্রাসায় পানি আর কাদায় পরিপূর্ণ হয়ে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শওকত রানা লাবু প্রভাব খাটিয়ে মাদ্রাসা মাঠটি দখল করে বালুর ব্যবসা করছিলেন। লাবু নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারি ঘর টাকার বিনিময়ে দরিদ্রদের দেয়ায় এই চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলাও রয়েছে। হাজতও খেটেছেন তিনি। এলাকাবাসী জানান, তার বিরুদ্ধে খাস জায়গা দখলেরও অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রলারে করে বালু এনে ওই মাঠে স্তূপ করে রেখে বিভিন্ন জায়গা বিক্রি করতেন তিনি। মাঠজুড়ে এভাবে বালু রাখায় মাদ্রাসার ৩টি ভবনের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ছে। কাদা-পানিতে একাকার শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।
অন্তত ১০ শিক্ষার্থী জানান, করোনার জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর মাদ্রাসাটি খুললেও ওই অবস্থাতেই মাঠে বালু ফেলা শুরু করেন প্রতিষ্ঠানের সভাপতি নিজেই। মাঠজুড়ে বালুর বড় স্তূপের কারণে শ্রেণিকক্ষের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শ্রেণিকক্ষে প্রবেশ করতে গিয়ে কাদা-পানিতে নষ্ট হচ্ছে পোশাক।
শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের কথা স্বীকার করে ওই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হক জানান, মাঠজুড়ে পানি আর ছড়ানো-ছিটানো কাদাবালি থাকায় শিক্ষার্থীরা নির্বিঘেœ মাঠে খেলাধুলা করতে পারছে না। মাঠে পানি থাকায় পাঠদানে কিছুটা দুর্ভোগ হচ্ছে। তবে সভাপতি বলেছেন খুব দ্রুতই মাঠ পরিষ্কার করে দেয়া হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু মাঠের কথা স্বীকার করে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগ হলেও খুব দ্রুত মাঠ সংস্কার করে দেয়া হবে। ইতোমধ্যেই প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করা হয়েছে।
গুরুদাসপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এয়াহেদুজ্জামান জানান, যদি মাঠে পানি থেকে থাকে তাতে শিক্ষার্থীদের দুর্ভোগ হয় তা দুঃখজনক। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়