গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

সড়কে মৃত্যু অর্ধেক কমাতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে ২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেক কমানো যাবে। জাতিসংঘের তিনজন বিশেষ দূত স¤প্রতি এ আশাবাদ ব্যক্ত করেন। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিতের জন্য এআই ব্যবহার করা পক্ষে মত দিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। সড়কে বার্ষিক মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনা এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই সড়ক পরিবহন নিশ্চিতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। নতুন এ প্রযুক্তি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করে জাতিসংঘ। এতে করে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে সড়কে মৃত্যু ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশেই কমে আসবে বলে মত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ জানায়, প্রতি বছর অন্তত ৩৩ লাখ মানুষ দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। মাঝারি রকমের দুর্ঘটনার শিকার হন দুই থেকে পাঁচ কোটি মানুষ, পঙ্গুত্ব বরণ করেন বহু মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা নানাভাবে সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়